ভোলা প্রতিবেদক:
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস- ২০২৪ উপলক্ষে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম চট্টগ্রাম কতৃক এক আয়োজনে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা পরিনত হয়েছে। অদ্য ৬ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন টাইগার পাস ওয়াসিম আকরাম পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ৬৪ জেলার ন্যায় ভোলা জেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণ করে সনদপত্র গ্রহণ করেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোঃ মাকসুদুর রহমান তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "স্বেচ্ছাসেবকরা প্রায়শই সঙ্কটের সময়ে প্রথম কাজ করে, ঝুঁকি থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। এবং তাদের কাজ আমাদের সাধারণ মানবতাকে সমুন্নত রাখে।"
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বক্কর সাহেব ও বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দসহ প্রমূখ।
অনুষ্ঠানের শেষে সকল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরামের পক্ষ থেকে সনদপত্র বিতরণ করা হয়।
এ অনুষ্ঠান প্রসঙ্গে "পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার" ভোলা জেলা সভাপতি নেওয়াজ শরীফ মুঠোফোনে জাতীয় দৈনিক বিকাল বার্তাকে জানান, এ সকল অনুষ্ঠানের আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানাই এবং তিনি মনে করেন এসকল অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের মনোবল চাঙ্গা হয় ও মানবিক কাজে জোড়ালো ভূমিকা রাখতে সহায়তা করে। তিনি আশক প্রকাশ করেন ভবিষ্যতেও এসকল স্বেচ্ছাসেবীদের মিলনমেলার কর্মসূচি অবহৃত থাকবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ