নিজস্ব প্রতিবেদক: উঠতি বয়সের তরুণীদের মডেল ও নায়িকা বানানোর লোভ দেখিয়ে তাদের জীবনকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন রাশেদ শরীফ বিপ্লব নামের এক ব্যক্তি। সাম্প্রতিক সময়ের এক চাঞ্চল্যকর অভিযোগে উঠে এসেছে, তিনি তরুণীদের মিডিয়া ক্যারিয়ারের স্বপ্ন দেখিয়ে নানা কৌশলে প্রভাবশালীদের কাছে দেহের খোরাক হিসেবে ব্যবহার করছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিপ্লব দীর্ঘদিন ধরে এই অপকর্মের সঙ্গে জড়িত। মেয়েদের মডেলিং বা অভিনয়ের অফার দিয়ে তিনি প্রথমে তাদের বিশ্বাস অর্জন করেন। পরে তাদেরকে বিভিন্ন জায়গায় ‘শুটিং’ বা ‘ফটোশুট’-এর কথা বলে নিয়ে গিয়ে অবৈধ মেলামেশার জন্য জোরপূর্বক চাপ সৃষ্টি করেন।
সম্প্রতি কক্সবাজারে এমনই একটি ঘটনা ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী অভিযোগ করেছেন, বিপ্লব তাকে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়ার জন্য কক্সবাজারে নিয়ে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন, এটি ছিল শুধুমাত্র একটি ফাঁদ। তাকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করার জন্য একাধিকবার চাপ প্রয়োগ করা হয়। তরুণীর অভিযোগ, তিনি বাধা দিলে বিপ্লব হুমকি দেন এবং ভয়ভীতি দেখিয়ে তাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করেন।
এই ঘটনায় ভুক্তভোগী তরুণী আইনি সহায়তার কথা ভাবছেন বলে জানা গেছে। এদিকে, বিপ্লবের বিরুদ্ধে আরও একাধিক তরুণী অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে একটি সূত্র।
আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি উঠেছে, এমন প্রতারকদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে কোনো তরুণী আর স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে দুঃস্বপ্নের মুখোমুখি না হয়।