আব্দুস সালাম মিন্টু:
বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ডের অদূরে দক্ষিণ চাঁনপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মদনপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুত্বর জখম হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোহেল রানা (৩৬) অত্র উপজেলার দক্ষিণ চাঁনপুর এলাকার মৃত মতিন সরদারের ছেলে।
আহত সোহেল গণমাধ্যমকে জানান, ‘বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টায় মাগরিব নামাজ পড়ার উদ্দেশ্যে মদনপুর বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ চাঁনপুর বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদে যাবার সময় মসজিদের প্রায় ১০০ ফুট সম্মুখে হঠাৎ করে আমার পিঠে আঘাতপ্রাপ্ত হই। কেউ পিছন থেকে আমার পিঠে ছুরি বা ধারালো কিছু দিয়ে আঘাত করেছে এবং সাথে সাথে ক্ষতস্থান থেকে রক্ত ঝড়তে থাকে। পিছন ফিরে তাকাতেই ৩জন মুখোশ পড়া ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পাই। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে নিকটস্থ মা হসপিটালে নিয়ে ভর্তি করে।
গুরুত্বর জখমের জায়গায় প্রায় ২৪টি সেলাই লেগেছে। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে আহতকে দেখতে হাসপাতালে গিয়েছি। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদেরকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
খবর পেয়ে মদনপুর ইউপি’র ৫নং ওয়ার্ডের মেম্বার খলিলুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও আত্মীয়স্বজনকে হসপিটালে জড়ো হতে দেখা গেছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ