নিজস্ব প্রতিনিধি ( দ্বীপক চন্দ্র সরকার ): উপমহাদেশের প্রথম সারির ইসলাম প্রচারকারি মিশন প্রধান, তৎকালীন সর্বোচ্চ মাপের আলেম, মহান তত্ত্ব জ্ঞানী সাধক, বদামেশমান্দ অলি, নায়েবে রাসুল, আধ্যাত্বিকতার শিরমনী।তুরস্কের বিখ্যাত সেলজুক শাহজাদা, হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ)এর শুভ আগমন ৪৪৫ হিজরি। আজ থেকে প্রায় হাজার বছর আগে যে মহান অলি আউলিয়ার মহান ত্যাগের ফলে এদেশে ইসলামের আলো প্রজ্বলন ঘটে।যাদের অকৃত্রিম অবদানের ফলে আজ পৃথিবীর বুকে বাংলাদেশ একটি ইসলামি রাষ্ট্র হিসেবে পরিচিত। তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক। অলি আউলিয়ার এই বাংলাদেশে রয়েছে অনেক অলি আউলিয়ার স্মৃতি বিজরিত পুন্যভুমি, ঐতিহাসিক ঘটনা। ঠিক তারই ধারাবাহিকতায় নেত্রকোনা সদর উপজেলা মদনপুর গ্রামে রয়েছে প্রায় ৪১ জন (কথিত) আউলিয়ার মাজার শরীফ। যাদের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেছিলেন শাহ সুলতান রুমী (রহঃ)। তারই স্মরণে প্রতি বছর ফাল্গুনী পুর্নিমাতে অনুষ্ঠিত হয় দেশের বৃহত্তর মিলনমেলা। যেখানে প্রায় কয়েক লাখ ভক্ত আশেকানের সমাগম ঘটে।দেশ বিদেশ থেকে অলি আউলিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও মাজার জিয়ারত, জিকির আসকার, মিলাদ মাহফিল সহ বিভিন্ন ইবাদতমুলক কর্মকাণ্ডে অংশ নিতে মহান অলি আউলিয়ার স্মৃতি বিজরিত ভুমিতে আগমন করে। প্রতি বছরের ন্যায় আজ বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৫ থেকে শুভ ওরশ মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল ধর্ম বর্ন নির্বিশেষে মহান অলির স্মরনে তাঁদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে ও ঐতিহাসিক মিলনমেলায় আপনার আগমন শুভ হোক। সেই প্রত্যাশা করি। যেভাবে আসবেন নেত্রকোনা শহরে বাস অথবা ট্রেন কিংবা যে কোন যানবাহনে আসার পর, শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দক্ষিণে মদনপুর, সিএনজি ভাড়া প্রতিজন ৩০ টাকা। সর্বস্তরে বসানো হয়েছে সিসি ক্যামেরা এবং পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের আইন শৃঙ্খলা থাকবে নিরাপত্তার দায়ত্বে কাজ করবে।