স্টাফ রিপোর্টার (দ্বীপক চন্দ্র সরকার): নেত্রকোণা মদন উপজেলার গঙ্গানগর ও পরশখিলা’র মধ্যকার দীর্ঘদিন যাবৎ চলমান বিরোধ নিরসন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। পরশখিলা গ্রামবাসীর প্রায় শত একর জমি গঙ্গানগর গ্রামের সেচ মেশিন দিয়ে পানি দিয়ে হয়।
দুই গ্রামের দীর্ঘদিনের বিরোধের জেরে, চলতি বোরো মৌসুমে উক্ত ফসলী জমিতে ধান রোপন ও সেচের পানি দিতে ব্যাঘাত ঘটায় গঙ্গানগরের লোকজন। ভুক্তভোগী বোরো চাষীরা উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হয়। বিষয়টি অতি গুরুত্বের সাথে আমলে নিয়ে গত বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দুই গ্রামের কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আলোচনায় বসেন উপজেলা প্রশাসন। আলোচনায় দুই পক্ষই সমঝোতায় আসলে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ঘটনা স্থলে উপস্থিত হয়ে সেচ মেশিন চালু করে জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করে। এ সময় উপস্থিত ছিলো, সহকারী কমিশনার ভূমি এ.টি.এম. আরিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার প্রমুখ ও দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ