আবদুর রউফ আশরাফ।।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মদিনাতুল উলূম মহিলা মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ এর কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় কৃতিত্ব অর্জন করায় মদিনাতুল উলূম মহিলা মাদরাসা ও এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ ১৩ জুন,বৃহস্পতিবার, মাদরাসার মিলনায়তনে শায়খ মাওলানা ইমদাদুল্লার সভাপতিত্বে ও মাদরাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দীন চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জামিয়া ইমামবাড়ীর শায়খুল হাদীস মাওলানা ইমাদ উদ্দীন সাহেব, এছাড়া আরো বক্তব্য দেন মাওলানা শিব্বির আহমদ, বিশিষ্ট সমাজসেবক মাওলানা রুহুল আমীন, হাফিজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা ফখরুদ্দীন আহমদ মাওলানা সফর আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা শফি আহমদ, আলহাজ্ব মশিউর রহমান চৌধুরী ,মো. সুমন আহমদ চৌধুরী, মো. জয়নাল আবেদিন, মো. আবীদ আলী, মো.এহসান আহমদ চৌধুরীসহ শিক্ষার্থীদের অভিভাবক ও মাদরাসার শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা মাদরাসার পরিচালনা ও রেজাল্ট নিয়ে ভূয়সী প্রশংসা করেন, বক্তারা বলেন জেলাজুড়ে অসংখ্য মহিলা মাদরাসা রয়েছে তাদের অন্যতম 'মদিনাতুল উলূম মহিলা মাদরাসা ও এতিমখানা'।
এসময় উপস্থিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও নগদ অর্থ হাতে তুলে দেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ