মহসিন আলম মুহিন
মনে পড়ে যায়! মনে পড়ে যায়!
তোমাকেই মনে পড়ে যায়-
একবার, বহুবার, বার বার, শতবার-
তোমারই কথাই ঘোরে মোর আঙিনায়
কত কথা মনে পড়ে, অতীতের পথ ধরে-
গুমরে কেঁদে মরে-নীল বেদনায়-মনে পড়ে যায়।।
কৃষ্ণ চূড়ার ফুল, নদীর মাড়ানো দু'কূল-
তোমাকেই মনে করে দেয়,
ঢেউয়ের তালে তালে জলও যে
কথা বলে-তোমারই কেশ ধুয়ে নেয়-
মনে পড়ে যায়! তোমাকেই মনে পড়ে যায়।।
শাপলা শালুক খোঁটা, বৃষ্টির ছিঁটে ফোঁটা,
আজও লাগে প্রিয়া লাগে মোর গায়!
মৃদু বাতাস বয়-মিষ্টি সুরে কয়,
তোমারই স্মৃতিরা দোলে দোলনায়-
তোমাকেই মনে পড়ে যায়।।
কোথায় আছো তুমি কোন সুদূরে-
ভেবে ভেবে আমি পেরেশান,
বিরহের দ্বার খুলে মিলনের সুর তুলে-
কাছে এসো প্রেমেরই খেয়ায়-
তোমাকেই মনে পড়ে যায়।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ