নরসিংদী (মনোহরদী)প্রতিনিধি।
নরসিংদীর মনোহরদী উপজেলায় অবস্থিত মনোহরদী দারুল ইসলাম দাখিল মাদ্রাসাটির আইন-শৃঙ্খলা ও শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে।
জানা যায় মাদ্রাসাটি ১৯৮৫ সালে এলাকার একজন শিক্ষা অনুরাগী সমাজসেবক সাংবাদিক ও লেখক মো:শামসুউদ্দিন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এলাকার মানুষ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের সাথে কথা বলে জানা যায় মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী (পরিছন্নতা কর্মী) মাদ্রাসার পাশে বাড়ি থাকায় প্রায় সময় মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ভয়-ভীতি দেখায়।
মাদ্রাসার এক শিক্ষক নাম প্রকাশে অনিচ্ছুক দিন প্রতিদিনের প্রতিনিধিকে জানায় মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে চাকরি করে আসছি ,প্রথম থেকে দেখতেছি ছেলেটা বেপরোয়া আমাদের সম্মানের ভয়ে কিছু বলতে পারি না। সে আমাদেরকে সর্বদা ভয় ভীতি প্রদর্শন করেন কাউকে কাউকে মেরে ফেলার হুমকিও প্রদান করে,অকথ্য ভাষায় গালিগালাজ করে ।
সরজমিনে এলাকায় গিয়ে কিছু লোকের সাথে কথা বলে জানা যায় মানুষটি দুষ্টু প্রকৃতির তবে তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কিছু বলতে রাজি না ভয়ের কারণে ।তার নিজস্ব লোক দিয়ে মানুষকে ভয়-ভীতি দেখায়।
মাদ্রাসার আরেক শিক্ষক নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন আমাদের সুপার হুজুর অত্যন্ত ভালো মানুষ কিন্তু উনার বাড়ি দূরে থাকার কারণে উনি তাকে কিছু বলতে পারেনা ।মাঝে মধ্যে উনার কথা নিয়ে আমাদের সাথে উপহাস করেন।
মাদ্রাসা সুপার কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
মাদ্রাসার সভাপতি তৌহিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এই এলাকার হওয়ায় কথাগুলো আমার কানে আসে। কিন্তু আমার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও সুপার এর কাছ থেকে লিখিত কোন অভিযোগ পাইনি যদি কোন লিখিত অভিযোগ পাই,তাহলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ