ময়মনসিংহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য গভীর রাত পর্যন্ত নগরজুরে বিভিন্ন আলি গলিতে কোতোয়ালী থানা পুলিশ মটর সাইকেল যোগে মহড়া দিচ্ছেন।
সিটি কর্পোরেশন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্সপেক্টর আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের সাড়াশি মহড়া চলছে…।
বুধবার (৬ মার্চ) বিকেলে কোতোয়ালী মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশ সুপার মাসুম আহাম্মদ বিপিএম পিপিএম সেবা নির্দেশক্রমে সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশে নির্বাচন উপহার দিতে পুলিশ সর্বদাই আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।