দয়াল কৃষ্ণ সানা, বিশেষ প্রতিনিধি, খুলনা।
সাতক্ষীরার তালা উপজেলার হরিশচন্দ্র কাঠি নামক স্থানে ধানের বস্তা বোঝাই ট্রাক উল্টে ২ জন জাগায় নিহত হয়েছে। এই কৃষকদের বাড়ি কয়রা উপজেলার বিভিন্ন স্থানে।মাদারীপুর থেকে ধান কেটে আসার সময় রাস্তা প্রশস্তকরণের জন্য রাস্তার পাশে যে খাদ রয়েছে সেই খাদে পড়ে ধানের বস্তা বোঝাই ট্রাকটি উল্টে যায়। গাড়ির উপরে বসে থাকা লোকজন সেটা বুঝতে না পেরে ধানের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।মোট কৃষক ছিল ১৩ জন এরমধ্যে দুইজন জীবিত তার মধ্যে একজন কিছুই বলতে পারছে না। অন্যরা হয়তো এখনো ধানের বস্তা নিচে চাপা পড়ে আছে। থানা থেকে পুলিশ এসেছে এবং উদ্ধার কাজ চলছে।