মহররম মাস
শাহজালাল সুজন
তারিখ- ১৭/০৭/২০২৪
হিজরী সনের নতুন বছর মহররমের মাসে,
বুকের ভেতর দুমড়ে মুচড়ে আঁটসাঁট হয়ে হাসে।
উমাইয়া আর আব্বাসিয়া খেলে নতুন খেলা
কিচ্ছা গল্পের ছড়াছড়ি গা ভাসিয়ে হেলা।
মুয়াবিয়ার চক্রান্ততে ইসলাম হলো খণ্ড,
সঠিক ধারার নিয়মনীতি করেছিল পণ্ড।
ধর্মদ্রোহী এজিদ তখন লোভের মোহে থাকে,
যুদ্ধ সাজায় সদলবলে নেতৃত্ব দেয় ডাকে।
দয়াল নবীর বংশের প্রতি আক্রোশ ছিল আগে,
রণতরী নিয়ে এজিদ ছুটে যুদ্ধের বাগে।
কারবালার ওই প্রান্তর জুড়ে রক্ত বন্যা বহে,
পিছপা হয়নি ইমাম হোসেন কত জ্বালা সহে।
সাহাবীদের হত্যা করে দুষ্ট এজিদ চক্র,
ঈমান ছাড়া বেদ্বীন এরা নষ্ট মনের বক্র।
বে-দ্বীনের দল নামাজ পড়ে আসর ওয়াক্ত হলে,
এই নামাজি হত্যা চালায় কেমন নামাজ বলে?
চিনলো নাতো ইমাম হোসেন কেবা ছিলো তিনি,
দয়াল নবীর একই আত্মা বহু রঙে যিনি।
কেমন করে শিরচ্ছেদে হোসাইনের মাথা,
নরকের কীট এজিদেরা বুঝলো না প্রেম গাঁথা।
এজিদের দল এই ধরাতে এখনো বাস করে,
ইমাম হোসেন বললে যাদের গায়ে জ্বালা ধরে।
এরাই হলো ইসলামেতে ফেতনা সৃষ্টি কারি
মূল ইসলামের কথা বললে ধরে এরা আড়ি।