ঈশ্বরদী প্রতিনিধি :
মহান জাতীয় সংসদে ঈশ্বরদী বিমানবন্দর চালু ও রেলগেট ফ্লাইওভার এবং আটঘরিয়ায় একটি কৃষি কলেজ নির্মাণের দাবি জানিয়েছে (পাবনা-৪) আসনের জাতীয় সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ।
বুধবার দ্বাদশ মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে এ দাবি করেন এমপি। এ সময় স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
এমপি গালিবুর রহমান শরীফ বলেন, আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে নৌকার মনোনয়ন দিয়ে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। আরো ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকার জনগনকে, যারা আমাকে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এমপি গালিবুর রহমান শরীফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে ইপিজেড নির্মাণ করেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মানের কাজ চলমান রয়েছে। আমাদের ঈশ্বরদী বাসীর গলার কাটা রেলওয়ে গেট রেলক্রসিং সেখানে একটি ওভারপাস ও আটঘরিয়াতে একটি কৃষি কলেজ নির্মাণের দাবি জানিয়েছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ