মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):
বগুড়া সদরের মথুরা গ্রামে
মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ফুটবল খেলা আর ফুটবল খেলার পুরস্কার হিসেবে ছিল একটি বিশাল খাসি। খেলায় লাল ও সবুজ দুইটি দল অংশগ্রহণ করে। খেলায় টিকিটের মাধ্যমে প্লেয়ার বাছাই করা হয়
এবং খেলায় লাল দল বিজয় লাভ করে। উক্ত খেলায় প্লেয়ার হিসেবে অংশগ্রহণ করেন শাহিন, স্বপন, আশরাফ, মুন্না সৌরভ , ছাব্বির, সালাম, রোমান, স্বাধীন, মারুফ
জাহিদ, রবিউল, রিয়াদ, ডিপজল,রিফাত,তৌহিদ, মেহেরাজ, ইকবল, রকি। খেলায় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন রতন।
খেলার আয়োজন করেন অত্র এলাকার যুব সমাজ।
সার্বিক ব্যবস্থাপনায় মোঃ শহিদুল ইসলাম (স্বাধীন)