ভারত সংবাদদাতা:
বারাসাত, ২৮শে জানুয়ারি ২০২৪: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সাহিত্য সংস্থা "আলোর সন্ধানে" পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান ও কবি সম্মেলন সম্পূর্ণ হলো বারাসাতের তিতুমীর সভাকক্ষে। পত্রিকাটির সম্পাদক আনারুল হক, সহ-সম্পাদক সরবত আলি মণ্ডল ও শামীম সরদার, সভাপতি জয়দেব বিশ্বাস, সহ-সভাপতি মাকফুর রহমান । গত ২৮শে জানুয়ারি রবিবার বারাসাতের তিতুমীর ভবনে সকাল ১১ টা হতে বিকেল ৫টা পর্যন্ত আলোর সন্ধানে পত্রিকা প্রকাশ ও কবি সম্মেলন অনুষ্ঠিত হয় বেশ সমারোহের সহিত। সভাপতি বরণের মধ্য দিয়ে সভার সূচনা। সভাপতি চিকিৎসক- কবি ও সাহিত্যিক সাইদুর রহমান সাহেবকে বরণ করে নেন তুহিনা হক । উদ্বোধনী সংগীতটিও গেয়ে শোনান তুহিনা হক। বিশেষ অতিথি শিক্ষক স্বপনকুমার গাইন কে বরণ করেন ইভানা আনন্দ, রজনীকান্ত সেনের ‘তুমি নির্মল করো…’গানটি গেয়ে শোনান স্বপন কুমার গাইন, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বর্ষীয়ান কবি সাহিত্যিক ড. ভারতী বন্দ্যোপাধ্যায়।বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন বর্ষীয়ান কবি অরূপ পান্তী মহাশয়। এছাড়াও ডক্টর আব্দুল কাইয়ুম সাহেব, সুধীন বিশ্বাস, সমুদ্র বিশ্বাসক প্রমুখ কে বরণ করে নেওয়া হয় । অতিথি গুণীজনদের সুন্দর বক্তব্য অনুষ্ঠানকে এবং আলোর সন্ধানে সংস্থাকে উজ্জীবিত করে। কবিতা পাঠ করেন- কবি অরূপ পান্তী, ভারতী বন্দ্যোপাধ্যায়, পার্থ বন্দোপাধ্যায়, দ্বিভাষিক কবি ও শিক্ষক ইমদাদুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক মহঃ মফিজুল ইসলাম, কবি ও সাংবাদিক আসাদ আলী, কবি ইখতিয়ার হোসেন, কবি মহাদেব পাত্র, সোহরাব হোসেন, কবি জাহাঙ্গীর মিদ্দে, কবি গোপাল শর্মা, বাংলার রেনেসাঁ পত্রিকার সম্পাদক আজিজুল হক সাহেব আজাদ বার্তা সম্পাদক জাহাঙ্গীর দেওয়ান সহ অন্যান্যরা। সঞ্চালনায় ছিলেন কবি মাকফুর রহমান ও সহযোগিতায় ইভানা মণ্ডল। সার্বিক পরিচালনায় আনারুল হক সাথে সহ-সম্পাদক সরবত আলি মণ্ডল।
মুখ্য বার্তা- “দুয়ারে বই ধরো, সব্বাই বই পড়ো।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ