মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):
সোমবার (১৭মার্চ) সন্ধ্যায় মহাস্থান প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতি আনিছুর রহমান মিটু'র সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায়প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। এতে বেশিকিছু এতিম ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মহাস্থান প্রেসক্লাবের এ ব্যতিক্রম আয়োজনে উৎফুল্ল হয়ে প্রধান অতিথি বলেন, পবিত্র মাহে রমজানে আমরা অনেকেই ভালমন্দ ইফতার করতে পারি। কিন্তু আজকে এতিম ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আয়োজন সত্যি মহাস্থান প্রেসক্লাবের এই ব্যতিক্রম আয়োজন প্রশংসার দাবি রাখে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। মহাস্থান প্রেসক্লাবের সুন্দর আয়োজন ও গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, "সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি, অনিয়ম-দুর্নীতি, দুর্ভোগের চিত্র যেমন ফুটে ওঠে তেমনি তাদের লেখনিতে মানুষের সাফল্য, সম্ভাবনা ও প্রত্যাশার কথা উঠে আসে" যা দেশ-জাতির উন্নয়নের পাশাপাশি একটি কল্যাণমুখী রাষ্ট্রের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এজন্য সাংবাদিকতায় নৈতিকতা ও মান বজায় রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এতে অংশগ্রহণ করেন, মদিনাতুল উলুম রাবিয়া হাফেজিয়া মাদ্রাসা ও শাহ সুলতান (রহঃ) পরশমনি হাফেজিয়া ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর শিক্ষার্থীরা।
ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন, মহাস্থান প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুর রহিম সাজু। এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি তাহেরা জামান লিপি, সাধারণ সম্পাদক এস আই সুমন, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, প্রচার সম্পাদক আব্দুল বারী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মুনছুর রহমান আকাশ, প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত, আজিজুল হক বিপুল, আব্দুল হান্নান টগর, আব্দুর রহিম, শাকিকুল ইসলাম শাকিল, সাংবাদিক শাহিদুল ইসলাম স্বাধীন প্রমূখ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ