ক্রাইম রিপোর্টার জসিম হোসেন মহেশপুর ঝিনাইদহ।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১০ বস্তা ফেন্সিডি' ল উদ্ধার করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন (বিজিবি)। রবিবার (২২শে-ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিজিবির টহলদল।উপজেলার যাদুবপুর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করে।
আজ সোমবার সকালে মহেশপুর-৫৮বিজিবির মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়।
বিজিবির ৩টি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাদবপুর বিওপির কানাইডাঙ্গা বিল সংলগ্ন সীমান্ত এলাকা সীমান্ত পিলারের কাছে অবস্থান নেয়। ভোর আনুমানিক ৫টার দিকে।
ভারত থেকে ২০-২৫ জন চোরাকারবারি ভারতের অভ্য' ন্তর থেকে অবৈধ মামলামাল বহন করে বাংলাদেশ অংশে নিয়ে আসার পথে বিজিবি টহলদল তাদের গতি রোধ করে তাদের ধরার চেষ্টা করলে।
চোরাকারবারিরা কয়েকটি দেশীয় অস্ত্র বিজিবি টহলদ' লের দিকে ছুড়ে মারে।এ অবস্থায় বিজিবি টহলদল এক রাউন্ড ফাঁকা ফায়ার করলে চোরাকারবারিরা ১০ বস্তা (ফেনসিডিল) ফেলে পালিয়ে যায়।বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়।
চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তা থেকে টহলরত সদস্যরা ১০ বস্তা ফেনসিডিল জব্দ করেছেন।অভিযানে সর্বমোট ৩৯৭ বোতল ফেন্সিডিল,১টি হাসুয়া ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ