আল-হেরা মাহমুদুল হাসান লিমন
তোমার কথা মনে পড়লে কান্নায় ভেসে যাই
তোমায় ছাড়া মাগো আমার জীবনটাই বৃথায়
তুমি ছিলে দুঃখের মাঝে আমার পাশে পাশে
তুমি ছাড়া দুঃখগুলো কাটে না যে,
আমার মনে কত ব্যথা বলতে পারি না
তোমার কথা মনে পড়লে সইতে পারিনা
তুমি ছিলে পরিবারে সবার প্রিয় মা
কেউ না খেলে মাগো তুমি খেতে না
তুমি যখন গেলে চলে আমাদের ছেড়ে
তোমার জন্যে করি দোয়া প্রভুরী কাছে।
নিও প্রভু আমার মাকে বেহেস্তের মাঝে
তোমায় যখন বলতাম আমি একা চলতে পারব না।
তুমি তখন স্নেহ দিয়ে বললে আমাকে
আমি যখন থাকবো না রে তর একা চলতে হবে
তাই আমি বেঁচে থাকতে শিখাবো তোরে
কিভাবে চলবি একা দুনিয়ার মাঝে
সেই বলে গেলে চলে আরতো এলেনা
তোমার জন্যে পরাণ পাখি আরত মানে না
মা'গো--------- অও---------মা'গো
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ