বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার সোমেশ্বরী নদীতে মাছ ধরার জালে ভেসে উঠল মানব ভ্রণ । আর নিয়ে মানুষের মাঝে দেখা দিয়েছে কৌতুহলের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের টাইম লাইনে ঘুরছে কচু পাতায় রাখা একটি মানব ভ্রণ।
বুধবার (২৭ মার্চ) দুপুরে সোমেশ্বরী নদীর শিবগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুর্গাপুর থানার পুলিশ উদ্ধার করে একটি ইউডি মামলা করেছে। ডিএনএ পরীক্ষা করে মানুষের বাচ্চা কিনা সেটি নিশ্চিত হবে বলে জানান দুর্গাপুর সার্কেল অফিসার মোঃ আক্কাছ আলী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সোমেশ্বরী নদীতে কয়েকজন শিশু জাল দিয়ে মাছ ধরছিলো। এ সময় হঠাৎ তাদের জালে একটি মানুষের বাচ্চার মতো ওঠে আসে। আশপাশের লোকজন বিষয়টি দেখে চমকে উঠে। এ নিয়ে সবার মাঝেই কৌতূহল তৈরি হয়। বিষয়টি মূহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয় নেট দুনিয়ায়। স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ বলেন, হাত—পা, মাথাসহ সবকিছু দেখে মনে হচ্ছে অপরিপক্ক মানুষের বাচ্চা। এ ব্যাপারে পুলিশের দুর্গাপুর সার্কেল অফিসার মোঃ আক্কাছ আলী জানান, যেহেতু নদীতে পাওয়া গেছে সেহেতু মানুষের বাচ্চা না কি তা আগেই বলা যাচ্ছে না। পুলিশ হেফাজতে রয়েছে। ডিএনএ টেস্ট করার পর বোঝা যাবে। পরবর্তীতে আইনগত যা ব্যবস্থা আছে তা নেয়া যাবে। এদিকে মিশন হাসপাতালের ডিউটি চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ আল নোমান ছবি দেখে বলেন, এটি পরিস্কার বুঝা যাচ্ছে মানব ভ্রণ। তিনি বলেন আনুমানিক ১৮ সপ্তাহ বয়স হয়ে থাকতে পারে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ