বাবুল চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ:
নগরীর কোতোয়ালী থানার এক হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় এক দম্পতিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এক দম্পতিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর নগরের কোতোয়ালী থানার মেরিনার্স রোড ওমর আলী মার্কেট মদিনা এজেন্সী দোকানের সামনে থেকে আবুল মঞ্জুর ও তার স্ত্রী নুর জাহান বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় আবুল মঞ্জুরের কাছ থেকে ৯০০ ও নুর জাহান বেগমের কাছ থেকে ১ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে ২০২২ সালের ১ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ