নুরুল কবির, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক উদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় অর্থ পুরুস্কার পেয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম।
১৪ ফেব্রুয়ারি, বুধবার দুপুর ১২টায় চট্টগ্রামের হালিশহরস্থ জেলা পুলিশ লাইনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএমের কাছ থেকে আইজিপি কর্তৃক অর্থ পুরস্কার গ্রহণ করেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম।
সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মোঃ রাশেদুল ইসলাম লোহাগাড়া থানায় যোগদান করার পর থেকে মাদক, ইয়াবা, সন্ত্রাস, ইভটিজার ও কিশোরগ্যাং দের আটক করে আদালতে সৌপর্দ করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। যার ফলে ইতিমধ্যে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুস্কারে ভূষিত হয়েছিলেন। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার দায়িত্ব পালনে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরবেশ বজায় রাখতে সক্ষম হন এবং অবাধ,সুন্দর ও সুষ্ঠু ভাবে একটি নির্বাচন উপহার দিতে পেরেছেন। এতেও তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন। কিশোরগ্যাং মুক্ত করতে যোগদানের শুরু থেকে কাজ করেছেন।
লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, ভাল কাজ করলে ভাল ফলাফল আসবে। তাই কাজ করেছি বলেই আজকে সম্মানিত হয়েছি। মাননীয় আইজিপি মহোদয়ের পুরুস্কার পেয়েছি। সকলের সহযোগীতা পেয়েছি। আমার এ পুরুস্কারটুকু লোহাগাড়ার মানুষের কাছে উৎসর্গ করলাম। লোহাগাড়ার বিভিন্ন শ্রেনীর মানুষের সহযোগীতা পেয়েছি। মাননীয় আইজিপি পুরুস্কার পেয়ে নিজেকে ধন্যবাদ ও গৌরবান্বিত মনে করছি। কাজ করতে গিয়ে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়,জেলা পুলিশ সুপার মহোদয় ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের সহযোগীতা ও সাপোর্ট পেয়েছি। সকলের কাছে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ