বিকাল বার্তা প্রতিনিধি>
হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ও যৌথবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) রাত ৩ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল অফিসার এর নেতৃত্বে র্যাব-৯ ও সেনাবাহিনীর একটি যৌথবাহিনী মাধবপুর উপজেলার সুয়াবই গ্রামে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা ও ৫০ পিস ভারতীয় মদসহ কবির মিয়া(২৭) নামে এক ব্যাক্তিকে আটক করেন। সে মাধবপুর উপজেলার সুয়াবই গ্রামের জাকির হোসেনের ছেলে।
পৃথক অভিযানে শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৪ টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিরস্ত্র) অঞ্জন কুমার তালুকদার ও এএসআই (নিরস্ত্র) রতন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ০৬নং শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মনতলা-জগদীশপুর পাকা রাস্তায় অভযিান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মোঃ আবুল হাসেম (৬২) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেন। সে মাধবপুর উপজেলার নোয়াগাও গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।