স্টাফ রিপোর্টার: মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃহবিগঞ্জ জেলার মাধবপুরে এক বৃদ্ধ মহিলাকে ভিটা বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে একটি কুচক্রী মহল। সরেজমিনে ঘুরে জানা যায়, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা (নোয়াহাটি) গ্রামের জমিদার সুরোজ চৌধুরীর পুত্র বঁধু ঊষা রানী চৌধুরী ক্রয় সুত্রে এস এ খতিয়ান নং ৮ ও ১৭ এর ১৩৪ নং দাগে ১৩৭ শতক বাড়ি ও পুকুর রকম ভূমি হিসেবে ২৯/৫/১৯৮০ ইং তারিখে ৩০৪৭ নং সাফ-কবলা দলিল মুলে উক্ত ভুমির মালিক । বর্তমানে একদল কুচক্রী মহল জমিদার পুত্র বঁধু ঊষা রানীর বাড়ি ঘর ধকল করতে তাদের বাড়ি থেকে তারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে । অভিযোগ উঠে ঊষা রানী চৌধুরীর পুরাতন ঘর সংস্কার করতে রাজ মিস্ত্রি হরিপদ সরকার কাজ করতে গেলে তাকে তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মাহমুদুল হাসান গ্রেফতারের ভয় দেখান, এবং কাজ করতে নিষেধ করেন। ভুক্ত ভোগি ঊষা রানী চৌধুরীকে বাড়ি থেকে উচ্ছেদ ও পুরাতন ঘর নির্মাণ করতে বাধা দেওয়ার বিষয় জানতে চাইলে ইন্সপেক্টর মাহমুদুল হাসান বিষয়টি অস্বীকার করেন। উক্ত বিষয় নিয়ে ভুক্তভোগী ঊষা রানী চৌধুরী বাদি হয়ে মাধবপুর থানায় একই গ্রামের মৃত পরেশ পাল এর ছেলে শংকর পাল সুমন, কানু পাল এর ছেলে জ্যোতির্ময় পাল, মৃত কার্তিক দাসের ছেলে আবু দাস, মৃত শচীন্দ্র দেব এর ছেলে তাপস দেব এবং পুর্ব তেলিয়াপাড়া গ্রামের মৃত গীরিশ রায় এর ছেলে অনিল রায় এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।