বিশাল বার্তা প্রতিনিধি >>
হবিগঞ্জের মাধবপুরে বিজিবি’র অভিযানে প্রায় পৌনে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, চকলেট, ট্যাবলেট, স্যুটের কাপড়সহ বিভিন্ন জাতের থান কাপড় জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সকালে বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ভারতীয় চোরাচালানকৃত মালামাল ভর্তি একটি কাভার্ডভ্যান আটকের উদ্দেশ্যে অভিযান চালায়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানের ড্রাইভার কাভার্ড ভ্যানটি বিপরীত দিকে ঘুরিয়ে সিলেটের দিকে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে টহল দলটি কাভার্ডভ্যানটির পিছনে ধাওয়া করলে পুটিজুরি এলাকা গিয়ে কাভার্ড ভ্যানটির চালক কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়। এসময় ভ্যানটিতে থাকা ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্ সামগ্রী, চকলেট, ট্যাবলেট, স্যুটের কাপড় ও জর্জেট থান কাপড় পাওয়া যায়। পরে যা জব্দ করে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি একাশি লক্ষ আশি হাজার টাকা।
বিজিবি (৫৫) হবিগঞ্জ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খান বিষয়টি নিশ্চিত করে বলেন- জব্দকৃত মালামাল হবিগঞ্জ জেলা কাষ্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান বিরোধী এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ