লেখক সুব্রত ভট্টাচার্য্য
————————-
(সোহেল রানা প্রতিনিধি পাইকগাছা, খুলনা।)
মানুষ আমরা মানুষই তো,
কর্মই হলো সব।
কর্মের উপর নির্ভর করে,
কে ভালো কে খারাপ।
অনেকে আছে গুরু গম্ভীর,
কম কথা বলে।
অনেকে আবার হাসি খুশি,
সমানে মুখ চলে।
কেউবা আবার সাদাসিধা,
অনেকে অতি চালাক।
কেউবা আবার ঠান্ডা স্বভাবের,
অনেকের আবার অতিরিক্ত রাগ।
ভিন্ন পেশার ভিন্ন নেশার,
মানুষও আছে ভাই।
আদর্শবান মানুষের কিন্তু,
সততা থাকা চাই।
গায়ের রং যেমনই হোক,
সেটা বিষয় নয়।
ব্যবহারই হল মানুষের,
আসল পরিচয়।