আব্দুল্লাহ (রামপাল) বাগেরহাট।।
বাগেরহাটের রামপালে “মায়াভরা গ্রাম” প্রকল্পের আওতায় ঢাকার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহিঃ) ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, ডেপুটি এটর্নি জেনারেল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত গাজী এম এইচ তামিম।
প্রকল্পটি শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহিঃ) ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং বিশিষ্ট ইসলামি আলোচক মুফতি কাজী ইব্রাহীম (হাফিঃ) এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এর মূল লক্ষ্য হলো কুরআনের আলোয় আলোকিত গ্রাম গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টি।
গত ১৯ এপ্রিল ২০২৫ তারিখে বাগেরহাট জেলার রামপাল উপজেলা থেকে বাছাইকৃত ২৬ জন শিক্ষক ঢাকার প্রশিক্ষণ কেন্দ্রে নুরানি প্রশিক্ষণে অংশ নিতে আসেন। তারা আগামী এক মাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে এই শিক্ষকগণ নির্ধারিত একটি গ্রামের ৪০টি কেন্দ্রে কুরআন শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ প্রচার করবেন।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের শুধু ধর্মীয় জ্ঞানই নয় বরং আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
২২ এপ্রিল সকালবেলা গাজী এম এইচ তামিম প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষকদের খোঁজখবর নেন, তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ও নুরানি প্রশিক্ষক জনাব এম আই আনোয়ার সাহেবের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণকেন্দ্রে থাকা-খাওয়া ও অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শন শেষে শিক্ষকগণের সঙ্গে এক অনুপ্রাণনামূলক আলাপে তিনি স্মৃতিচারণ করে বলেন,
“আমাদের ছোটবেলায় ঘুম ভাঙতো মসজিদে মক্তবের কুরআন তেলাওয়াতের শব্দে। মা আমাকে ডেকে দিতেন মসজিদে যেতে। গত বিশ বছর ধরে সেই শব্দ স্তব্ধ হয়ে গেছে। তবে আপনাদের মাধ্যমে আবারও গ্রামে গ্রামে, মহল্লায়-মহল্লায় মক্তবের কুরআন তেলাওয়াতের শব্দে মানুষের ঘুম ভাঙবে, ইনশা আল্লাহ।”
এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র ধর্মীয় শিক্ষার পুনরুত্থানই নয়, বরং গ্রামীণ সমাজে নৈতিকতা ও আদর্শের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ