শহীদুল্লা হক ভূইয়া:
মায়ের ভালবাসা স্বর্গীয় সূধার ন্যায় অম্যৃত,
বিশ্বপতি যিনি তারই নিজ হস্তাক্ষরে লিপিবদ্ধ
সকল সিদ্ধিলাভের উর্ধ্বে জননীর স্নেহ।
জন্মভূমি চিরন্তন সুখ খোঁজে মায়ের প্রীতি ডোরে,
গড়তে চায় স্বর্গ রচনা দিবে অতুলনীয় পূর্ণতা
যদি ‘মা’ও মাতৃভূমি মিতালীতে থাকে চির অক্ষয়।
গর্ভ্বধারিনী বড় সাধ করে গর্ভে ধারন করে সন্তান,
ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর তরে সে গড়ে জাত-বেজাতের পার্থক্য
মাতা কবু দেখেনা অন্য চোখে বিলায় পাহাড় সমান ভালবাসা।
গাছের ফুল, নদীর জ্বল, জীবন্ত হয় কোনো মায়াবিনীর তরে,
যা শুধু শিক্ষা দেয় মাতৃরূপ নতুন প্রজন্মের ম্লান
কবু ফুরিয়ে গেলে নিজস্বধারা কিন্তু কালোতীর্ণ হয় মায়ের ভালবাসা।
শহীদুল্লা হক ভূইয়া
আড়াইহাজার,নারায়ণগঞ্জ,ঢাক।