আরিফুল(কুষ্টিয়া)প্রতিনিধি:
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবিতে কুমারখালিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃবার (৩ অক্টোবর) বিকালে কুষ্টিয়ার কুমারখালী বাস স্ট্যান্ডের বার্তা টিভি অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বার্তা টিভির চেয়ারম্যান আতাউর রহমান সুজনের সভাপত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা সোহাগ মাহমুদ খান।
মানববন্ধনে সাংবাদিক সোহাগ মাহমুদ বলেন, মাহমুদুর রহমান প্রথম ব্যক্তি যিনি ফ্যাসিস্ট সরকারকে নৈতিকতার চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনিই প্রথম একজন সাংবাদিক হিসেবে, একজন সম্পাদক হিসেবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি একাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ে গেছেন। যার জন্য ফ্যাসিবাদের দোসররা তার বিরুদ্ধে প্রতিটি জেলায় জেলায় মিথ্যা মামলা দিয়েছে। এরপর তাকে গ্রেফতার করে টানা ৩৯ দিন রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করেছে।
তিনি আরও বলেন, সরকার তাকে আটকের পর দুইটি দাবি জানিয়েছিল। প্রথমত, তিনি যেন নির্বাহী বিভাগের কাছে ক্ষমা চান। কিন্তু তিনি অন্যায়ভাবে কোনও সুবিধা না নিয়ে বলেছিলেন, আমি ফ্যাসিবাদের কাছে মাথানত করলে আমার বিরুদ্ধে এমন শাস্তি নেমে আসতো না। তাই আমি কখনও ক্ষমা চাইবো না। আমরা মাহমুদুর রহমানকে আদর্শ হিসেবে ধারণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, লড়াই চালিয়ে যাবো। স্বৈরাচারী সরকারের মদদে তাকে হত্যার উদ্দেশ্যে রাজধানীর সাতরাস্তা ও কুষ্টিয়ায় হামলা করা হয়েছিল বলেন জানান তিনি।
ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু কাউসার অপু, কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, নির্বাহী সদস্য সুমন পারভেজ, রফিক হোসেন, সদস্য সবুজ হোসেন, রবিন হোসেন, হাসান আলী প্রমুখ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ