মোহাম্মদ আলমগীর, স্টাফ রিপোর্টার খুলনা:
পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মুসলিম জাতির ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস মাহে রমজান। মাসটিকে মহান আলাহ তায়ালা মুসলমানদের জন্য বিশেষ রহমতের মাস হিসেবে নির্ধারণ করেছেন। বিধায় ইহকাল ও পরকালের কল্যাণের জন্য সামর্থবান সকলের সঠিকভাবে রোজা পালন করা উচিত।
রমজানের প্রতি শ্রদ্ধা রেখে তিনি সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখা এবং ভেজালমুক্ত স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। সিটি মেয়র ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য নগরবাসীর প্রতি আহŸান জানান। পবিত্র রমজানে তিনি সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।