(এস,এম,আলতাব হোসেন –বিশেষ প্রতিনিধি) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অন্তর্গত ৮নং পাঙ্গাসী ইউনিয়নের ঐতিহ্য বাহী বিদ্যাপিঠ মা বিদ্যা নিকেতন এন্ড প্রি-ক্যাডেট একাডেমি কর্তৃক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করেন। সাথে থাকে নৃত্য ও কৌতুক কমেডি নাটক। উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মোঃ আব্দুস সালাম সরকার। সাবেক চেয়ারম্যান,৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব আলহাজ্ব মোঃ এনামুল হক।বিশিষ্ট ব্যবসায়ী এবং সৌদি প্রবাসী। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মোঃ মাসুদুর রহমান ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ। প্রথমে সভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি বৃন্দ,শিক্ষক, অবিভাবকসহ উপস্থিত সকলকে আসন গ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যসূচী অনুযায়ী যথাযথ ভাবে চলতে থাকে। পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতিা পাঠ করেন অত্রপ্রতিষ্ঠানের শিক্ষক জনাব মোঃ আহমাদুল্লাহ ও শ্রী ——কুমার দাস। সভাপতি সাহেব উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।সেই সাথে বিদায়ী ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপদেশ মুলুক বক্তব্য রাখেন।পরে বিশেষ অতিথি ও বিভিন্ন আমন্ত্রিত অতিথি বৃন্দ খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন অত্রপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,সার্বিক তত্ত্বাবাধয়ক ও প্রধান শিক্ষক জনাব মোঃ রুহুল আমিন (আব্দুল হালিম)।তিনি তাঁর বক্তব্যে বলেন যে, আমি শিক্ষক পেশাকে নেশা রপে পরিণত করেছি। নেশার মত আমি শিক্ষার্থীদেরকে পাঠদান দিয়ে থাকি।আরো অত্যান্ত গুরুত্বপূর্ণ আদেশ,উপদেশ নিষেধ মুলুক বক্তব্য রাখেন। প্রধান শিক্ষকের বক্তব্যের শেষে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোনাজাত পরিচালনা করেন জনাব মোঃ মোখলেছুর রহমান। এবার শুরু হয় বিদায়ী শিক্ষার্থীদের মানপত্র পাঠ। বিদায়ী মানপত্র পাঠ করে পর্যায় ক্রমে মীর তনিমা খাতুন, জিয়াসমীন আক্তার, মীর অধরা খাতুন, মোঃশোভন সরকার। বিদায়ী শিক্ষার্থীদেরকে বিদায় জানান– চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ রুকাইয়া খাতুন। এরপর শুরু হয় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক মিলিত কবিতা আবৃত্তি, নৃত্য ও কৌতুক কমেডি নাটক। সবশেষে সম্মানিত সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ, সুস্বাস্থ্য ও উত্তর উত্তর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।