ভারত সংবাদদাতা:
৮ মার্চ ২০২৪ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সুতির দফাহাটে অবস্থিত অরটম পাবলিক স্কুলে জনপ্রিয় "নতুন প্রহরী" পত্রিকা পরিচালিত উত্তর মুর্শিদাবাদ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের "২০ তম সাহিত্য সেতু ও গুণীজন সম্মাননা-২০২৪" সহ উৎসব সংখ্যা "জাগ্রত প্রহরী" পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কলকাতা থেকে দৈনিক প্রকাশিত প্রখ্যাত "দিনদর্পণ" পত্রিকার সাংস্কৃতিক সম্পাদক সাহিত্যিক আবু রাইহান। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্যপাল স্বীকৃতিপ্রাপ্ত কবি সৌমেন্দু লাহিড়ী সহ কয়েকজনকে "সৈয়দ মুস্তাফা সিরাজ সম্মাননা" দেওয়া হয়।
উপস্থিত ছিলেন "নতুন প্রহরী" পত্রিকার সম্পাদক কবি মোফাক হোসেন, শিক্ষাবিদ জুলফিকার আলি, সহ দুই বাংলার কবি সাহিত্যিকগণ।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, কবি আব্দুস সালাম, কবি নাসির হোসেন, কবি মহম্মদ ইসমাইল, কবি মহম্মদ সানারুল ইসলাম, কবি অরবিন্দ সরকার, কবি সামিম ইসলাম প্রমুখ।
দুই বাংলার অসংখ্য কবি সাহিত্যিকবৃন্দের উপস্থিতি
অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে এবং কবিকন্ঠে কবিতা পাঠে মুখরিত হয়ে ওঠে উক্ত স্কুলের বিশাল অডিটোরিয়াম।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে
সাহিত্যে অবদানের জন্য দেওয়া হয় "সৈয়দ মুস্তফা সিরাজ সম্মাননা"। সাংবাদিকতা, সম্পাদনা ও শিল্পে অবদানের জন্য দেওয়া হয়, " দাদা ঠাকুর সম্মাননা"। সমাজ সেবায় অবদানের জন্য দেওয়া হয়, "নাথুলাল দাস সম্মাননা"।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ