আব্দুস শহীদ শাকির Ztv নিউজ ২৪ ডটকম। আজ দুপুর ২ঘটিকার সময় জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ এর ব্যানারে জকিগঞ্জ বাজারের এম এ হক চত্বরে বিশাল মানববন্ধনের আয়োজন করে।
জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রুবেল আহমদ শিবলুর পরিচালনায় ও জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহসভাপতি জনাব আলী আহসান সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান জনাব মাজেদা রওশন শ্যামলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ফজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্তান হারানোর কষ্ট কতটা একজন মা হিসেবে আমি বুঝতে পারি। জকিগঞ্জ একটি শান্তিপ্রিয় এলাকা এই এলাকায় এমন জঘন্য ঘটনার জন্ম নিবে,এটা আমরা মেনে নিতে পারি না। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এর বিচার চাই।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন মা তার সন্তান হত্যার বিচার চেয়ে জকিগঞ্জের এম এ হক চত্বরে এভাবে হাউমাউ করে কাঁদবে এটা আমাদের জন্য লজ্জাকর। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন যা হবার তা হয়ে গেছে অনতিবিলম্বে মুশরাব হত্যার খুনিদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।
উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলিগের সভাপতি জনাব আব্দুল গণি, জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল কুদ্দুছ, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা মনোরঞ্জন মনি, সহ সাধারণ সম্পাদক মিল্টন রায়, দপ্তর সম্পাদক মইন উদ্দিন, কোষাধক্ষ্য ডা হাবিবুল্লাহ মিছবাহ,যুবলীগ নেতা বাবর হোসাইন চৌধুরী, এওলাসার সমাজ কল্যাণ সংস্থা সাবেক সভাপতি এমদাদুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, জকিগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামীলিগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর মুশরাবের মা ও বোন।
মুশরাবের মা কথা বলতে গিয়ে হাউ মাউ করে কেঁদে ফেলেন পরে তার বোন বলেন আমার ভাইয়ের হত্যাকারীর বিচার মৃত্যুদণ্ড দেখতে চাই।
উল্লেখ্য গত ৬ ফেব্রুয়ারী নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী ঈদগাহ ময়দানে ওয়াজ শুনতে গেলে আর ফিরে আসেনি।অনেক খোঁজাখুঁজির পর তার বাবা দুদিন পরে জকিগঞ্জ থানা পুলিশের কাছে ডিজি করেন। ছয় দিন পর পার্শ্ববর্তী কুচির খাল নামক স্থানে স্থানীয়রা লাশ দেখতে পেলে জকিগঞ্জ থানা পুলিস কে খবর দেয়।পরে পুলিশ এসে লাশ উদ্ধারের সময় তার বাবা মুশরাবের লাশ হিসাবে শনাক্ত করেন।