রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ মুসলিম হ্যান্ডস বাংলাদেশের সহায়তায় , মুসলিম হ্যান্ডস গুলজার বাহার খানম(রহ) স্কুল অব এক্সেলেন্সে বেকাশহরা, শ্রীপুর, গাজীপুর শাখায় ,৫৭ জন এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে, পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (১৬ই মার্চ) সকালে স্কুল ক্যাম্পাসে অত্র স্কুলের প্রিন্সিপাল জনাব আজাহারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস বাংলাদেশের স্পনসরশিপ ও কমিউনিকেশন অফিসার নুঝাত নাবিলাহ্, প্রোগ্রাম অ্যাসোসিয়েট,ইশরাত জাহান অ্যাডমিন অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার শরীফুল ইসলাম , স্কুলের শিক্ষক ও এতিম শিক্ষার্থীদের পরিবারের সদস্যগণ।
প্রতিটি খাদ্য প্যাকেজের মধ্যে ছিল চাউল, পোলাওয়ের চাউল,চিনি, লবণ, ডাল, আলু, খেজুর, সয়াবিন তেল, সরিষার তেল, সেমাই, ছোলা, মুড়ি, গুড়া দুধ, মুরগি, মুগ ডাল, ভিটামিন সি পাওডার।
প্রতি বছর মুসলিম হ্যান্ডস বাংলাদেশ এতিম শিক্ষার্থীদের পরিবারের মাঝে আনন্দমুখর পরিবেশে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। এই বছর মুসলিম হ্যান্ডস বাংলাদেশ ,তাদের তত্ত্বাবধানে পরিচালিত ৩টি স্কুলের ১৯১ এতিম শিক্ষার্থীর পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ১৯৯৫ সাল থেকেই মুসলিম হ্যান্ডস বাংলাদেশ দরিদ্র মানুষের জীবনমান পরিবর্তনে শিক্ষা, স্বাস্থ্য, ওয়াশ, জীবিকায়ন, জরুরি সহায়তায় কাজ করে যাচ্ছে।#