মোঃ হেলাল পালোয়ান কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি:
আজ ১৮/০৩/২০২৪/ তারিখে কমলনগর উপজেলার মাতব্বর হাট সংলগ্ন মেঘনা নদীতে কারেন্ট জাল ব্যবহারপূর্বক ঝাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ ধরাসহ কতিপয় অপরাধের দায়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাপূর্বক সংশ্লিষ্ট আইন অনুযায়ী ১২ জন জেলেকে ০৬টি মামলায় মোট /৮৫,০০০/হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় প্রায় ৫০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীকালে তা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়৷ এছাড়া, প্রায় ০২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় যা জনসম্মুখে পুড়িয়ে ফেলে বিনষ্ট করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা বলেন অভিযান চলাকালীন সময়ে কারেন জাল ও বাঁধা জাল দিয়ে মাছ ধরার সময় বিশেষ অভিযান পরিচালনা করিয়া তাহাদের কে ধরা হয় পরে মোবাইল কোর্ট দাঁড়ায় ৫টি মামলায় মোট ১২ জনকে অর্থরণ্ড প্রদান করা হয় এই সময়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা আমাদের অভিযান চলমান রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ