কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার সকাল ১০ টার দিকে চাপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে৷
নিহত হয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার বারাদি উত্তর পাড়া এলাকার মৃত মুক্তাররের ছেলে বিপ্লব (৪২) ও একই উপজেলার পূর্ব মিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে সবুজ (২১)।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী বিপ্লব ভাড়রার দিকে যাবার পথে চাপড়া ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরিত দিকে থেকে আরেক মোটরসাইকেল আরোহী সবুজ বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা উভয়কে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। এবং সবুজকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে যাবার পথে সবুজ ও মারা যান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহীর বাড়ি কুষ্টিয়া সদরে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ