দ্বীপক চন্দ্র সরকার: নেত্রকোণার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরে চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর গ্রামের সামনে ডিঙ্গাপোতা হাওরে বোরো ব্রি ধান ৮৮ কাটা উদ্বোধন করেন নেত্রকোণা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ—পরিচালক এ এম শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ—পরিচালক (শস্য) মোঃ আব্দুল আওয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুশ শাকুর সাদী, উপ—সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ দুলা মিঞা প্রমুখ। এরপর এলাকার বিভিন্ন ফসলি জমিতে ধান কাটা শুরু হয়। মোহনগঞ্জ কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় বোরো ধান চাষ হয়েছে ১৬ হাজার ৬০৯ হেক্টর জমিতে। মোহনগঞ্জের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, ডিঙ্গাপোতা হাওরে গাগলাজুর গ্রামের কৃষক মোঃ মমিন মিয়ার জমির ধান কেটে ওজনে শুকনো অবস্থায় ফলন পাওয়া গেছে প্রতি একরে ৫৫ মণ। এবার ফলন ভালো হয়েছে।