বিশেষ প্রতিনিধি: তৃতীয়বারের মতো মোহনগঞ্জ সমিতি, ঢাকার সভাপতি নির্বাচিত হয়েছেন নেত্রকোনা—৪ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি সাজ্জাদুল হাসান। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান।
শুক্রবার (৮ মার্চ) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবন মিলনায়তনে মোহনগঞ্জ সমিতি, ঢাকার দ্বি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে সাজ্জাদুল হাসানকে পুনরায় সভাপতি ও কামরুজ্জামানকে প্রথমবারের মতো সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এদিন বিকালে ঢাকাস্থ মোহনগঞ্জবাসীর উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে বিকাল সাড়ে ৪টায় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এরপর সন্ধ্যা ৭টায় সম্মেলনের মূল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশন শেষে রাত সাড়ে ৯টায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং কামরুজ্জামান ছিলেন সঞ্চালনায়।