স্টাফ রিপোর্টার: তৃতীয় ধাপে নেত্রকোণার মোহনগনঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন বুধবার (২৯ মে) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে গণনা শেষে চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের একীভূত ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা। যারা নির্বাচিত হলেন- মোঃ শহীদ ইকবাল (ঘোড়া) প্রতীক নিয়ে ৩০০৫৫ (ত্রিশ হাজার পঞান) ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আমিনুল ইসলাম খান সুয়েল (মোটরসাইকেল) প্রতীকে ১৬৪৫৪ (ষোল হাজার চারশত চোয়ান্ন) ভোট পেয়েছে। ভাইস চেয়ারম্যান পদে মোঃ আসাদুজ্জামান চৌধুরী (চশমা) প্রতীকে ১৫৪২০ (পনের হাজার চারশত বিশ) ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোহাম্মদ নজরুল ইসলাম খান (টিউবওয়েল) প্রতীকে ১২৬১৫ (বার হাজার ছয়শত পনের) ভোট পেয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার শিল্পী (পদ্মফুল) প্রতীকে ৩২৩১৫ (বত্রিশ হাজার তিনশত পরে) ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতন প্রতিদ্ব›দ্বী হেলেনা আক্তার হেনা (প্রজাপতি) প্রতীকে ১৪৪৪০ (চৌদ্দ হাজার চারশত চল্লিশ) ভোট পেয়েছে।