মোঃ রহমত উল্লাহ,
স্টাফ রিপোর্টার, ঢাকা:
রাজধানী মোহাম্মদপুর থানার মিরপুর রোডে সিদীপ এনজিও কার্যালয়ের সিকিউরিটি গার্ড মো জুয়েলকে (১৮) পিটিয়ে হত্যা ও মরদেহ গুম করার ঘটনায় মূল আসামি মো. আক্তার হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে ওই সিকিউরিটি গার্ডকে হত্যার ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত একমাত্র আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
এ ঘটনার বিস্তারিত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ.এম আজিমুল হক (ডিসি) আয়োজিত সংবাদ সম্মেলন এ বলেন যৌনকর্মীর সাথে অভিযুক্ত আসামি আক্তারের সম্পর্কের কথা জুয়েল জেনে গেলে সেই সম্পর্কের কথা ধামাচাপা দেওয়ার জন্য মুলত জুয়েলকে খুন করেন।তিনি আরও বলেন জুয়েল ও আক্তার একই অফিসে কাজ করতেন যৌনকর্মীর সাথে সম্পর্কের কথা জেনে গেলে চেয়ারে বসে থাকা সিকিউরিটি গার্ড জুয়েলকে লোহার রড দিয়ে আঘাত করলে চেয়ার থেকে মাটিতে পড়ে যায় জুয়েল,এমতাবস্থায় জুয়েলের নিতর দেহের পা ধরে টানতে টানতে একেই বিল্ডিংয়ের বিদ্যুৎ সাপ্লাই রুমে নিয়ে যায় আক্তার।লাশের খবর জানতে পারলে লাশটি উদ্ধার করে মো:পুর থানা পুলিশ। খবর পেয়ে চলে আসেন জুয়েলের পরিবার। ওই ভুবনে থাকা চার নিরাপত্তাকর্মীর মধ্যে আক্তার হোসেন ঘটনার পরেই আত্মগোপনে চলে যান, ঢাকার নাজিরা বাজার থেকে বুধবার রাতে আক্তার হোসেন কে গ্রেফতার করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ