দয়াল কৃষ্ণ সানা, বিশেষ প্রতিনিধি, খুলনা।
পাইকগাছার মৌখালী বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক নিরীহ যুবকের। মাটি ও ইট বহনকারী ট্রাক এর বেপরোয়া গতি কেড়ে নিয়েছে নিরীহ যুবকের প্রাণটি। মৌখালী বাজার এর দোকানদারদের মুখ থেকে জানা যায় নিহত যুবকের বাড়ি কয়রা উপজেলা। এছাড়া যুবকের সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি।যদি মাটি ও ঈদ বহনকারী ট্রাকের দৌরাত্য কমানো না যায় তাহলে এরকম দুর্ঘটনা আরও ঘটতে পারে। এই ট্রাকগুলো অবৈধ ইটভাটার মাটি বহন করাকালে রাস্তায় মাটি পড়ে পিচ্ছিল অবস্থা হয়ে পড়ে। এতে করে মোটরসাইকেল,ভ্যান সহ অন্যান্য যানবাহন চলাচলে খুবই অসুবিধা হয় ,বিশেষ করে বৃষ্টি হওয়ার পরে রাস্তা চলার উপযোগী থাকে না।
এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।