স্টাফ রিপোর্টার:
অদ্য ২৫ ফেব্রুয়ারী ২০২৪ই শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারের বর পক্ষের নিজস্ব টি ভিলা রিসোর্টে সবুজের সমারোহে বিলাসবহুল পরিবেশে অনুষ্ঠিত হলো এক বিয়ের ওয়ালিমা অনুষ্ঠান। মাটির হাড়িতে ভাত,মাংস, পোলাও,দধি সহ সেল সেন্টারের মাধ্যমে একদম বাঙালীআনা মনোরম পরিবেশ ছিলো সেখানে।খোলা বাতাসে থালা হাতে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করে নিজের ইচ্ছে মতো খেয়ে মজা করা যেন এক স্বপ্নের মহলে পরিনত হয় রিসোর্টটি।এখানে উল্লেখ্য যে-
গত ২৩ফেব্রুয়ারী ২০২৪ ইং রোজ শুক্রবার মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে এক ঝাঁক ঝমক অবস্থায় বিলাসবহুল বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিলাশ ডিপার্টমেন্টাল স্টোর ও টি ভিলা রিসোর্টের সত্ত্বাধিকারী মোঃ মনসুর আলম সেলিম এর লন্ডন প্রবাসী পুত্র মোনজির আলম বুলবুল এর সাথে মৌলভীবাজারের ত্রৈলোক্য বিজয় সরাপুর মোল্লাবাড়ীর হাজী মোঃনুরুল হক সাহেবের কনিষ্ঠ কন্যা হাফিজা আক্তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিশিষ্ট কবি শেখ শাহ্ জামাল আহমদ ও তাঁর জীবন সাথী তাহমিনা জামাল বুশরা সহ তাঁদের দুই সন্তান। মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী,আইনজীবী, সাংবাদিক, কলামিস্ট ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ লন্ডন প্রবাসী অনেক পরিবারই এ বিয়েতে উপস্থিত ছিলেন। প্রায় এক সপ্তাহ পূর্ব থেকেই মৌলভীবাজারের কটারমহল ও সরাপুরে চলে বিলাসবহুল অতিথি আপ্যায়ন।আজ ও এর কোন কমতি ছিলো না। স্থানীয় টি ভিলা রিসোর্টে এ বিয়ের ওয়ালিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ কবি মহলের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কবি শেখ শাহ্ জামাল আহমদ-ছড়াকার বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। কবির পরিবার বর্গের সকল সদস্য সহ তাঁর অনেক আত্মীয় স্বজনরা।