শেখ সাহেদ মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি,
মৌলভীবাজারে প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোকে নুরুল মিয়া (৫০) নামে এক দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর বাজারে নারিকেল গাছ পরিস্কার করে ফেরার পথে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়। নিহত নুরুল মিয়া মির্জাপুর ইউনিয়নের আটঘর বাজারের বশির মিয়ার ছেলে।
নুরুল মিয়ার বড় ভাই লেচু মিয়া জানান, আমি জমিতে ধান কাটছিলাম এমন সময় আমার প্রতিবেশী একজন আমাকে কল দিয়ে বলেন আমার ভাই হিট স্ট্রোক করেছেন , খবর পেয়ে আমি তাৎক্ষণিক এখানে ছুটে আসি, এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় নিকটস্থ ফার্মেসী তে নিয়ে গেলে এখানে থাকা কর্তব্যরত চিকিৎসক উনাকে চেকআপ করে মৃত ঘোষণা করেন।
এ বিষয় নুরুল মিয়ার প্রতিবেশী ও আটঘর বাজারের স্থানীয় ব্যবসায়ী মনাই আখনদ জানান, সে পাশের দোকান থেকে একটি কোমল পানি কিনে খায় এবং বাজারে কিছুক্ষণ হাটাহাটি করে তারপর হঠাৎ দেখতে পেলাম সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে এ সময় আমরা স্থানীয় কয়েকজন তাকে বসিয়ে মাথায় পানি দেই, এরই মধ্যে অন্য আরেকজন দেখলেন তার নিঃশ্বাস চলাচল অস্বাভাবিক লাগছে, এর কিছুক্ষণের মধ্যেই তার দম বেড়িয়ে যায়।
এ বিষয় আটঘর বাজারের পল্লিচিকিৎসক ও মির্জাপুর ইউনিয়নের সাবেক মেম্বার ডা: রৌশন মিয়া জানান, সারা সকাল সে পচন্ড তাপদাহের মধ্যে কাজ করে এখন দুপুরের খাবার খেতে এসেছিল কিন্তু কোনো এক কারণে সে খাবার না খেয়ে, দোকানে এসে কোমল পানি এবং ধুমপান করে বাজারের মধ্যে ঘুরাঘুরি করছিল, হঠাৎ করেই সে মাথা ঘুরে পড়ে যায়, প্রাথমিক ভাবে ধারণা করা যেতে পারে সে হিট স্ট্রোক করেছে, তবে ময়নাতদন্ত করলে বিস্তারিত জানা যাবে।
নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আহমদের কাছে জানতে চাইলে বলেন, আমার কাছে এ ঘটনার খবর এসেছে, কিছু পোগ্রাম জনিত কারণে সেখানে উপস্থিত হতে পারি নি, তবে আমার মেম্বার সাহেব কে পাঠিয়েছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ