মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার স্বেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফাউন্ডেশন এর পক্ষ থেকে,,বন্যা কবলিত মানুষের মধ্যে এান বিতরণ করা হয়। তাকরীম ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম জুনেদ ও সাধারণ সম্পাদক সুমন আহমেদ জানান তাদের সকল সদস্য দের দেওয়া কিছু অর্থ দিয়ে মৌলভীবাজারে বন্যা কবলিত প্রায় এক হাজার মানুষের জন্য রান্না করা খাবার বিতরণ করেন তারা। জানাযায় শহরের নিকটবর্তী শিমুল তলা , মাতার কাপন,কাছারি বাজার,কনকপুর,শাহবন্দর,বড়হাট, এসব রান্না করা খাবার বিতরণ করেন তারা।