বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের মোকাম বাজার এলাকায় বিসিক শিল্প নগরীতে প্রায় ৩০ টি প্রতিষ্ঠান রয়েছে সেখানে তৈরি হচ্ছে নামে বেনামে বিভিন্ন পন্য। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া চলছে রমরমা ব্যবসা নেই পরিবেশ অধিদপ্তরের অধিকাংশ প্রতিষ্ঠানে তদারকি। নিজের খেয়াল খুশি মতো দাম বাড়িয়ে চলছে রমরমা ব্যবসা। অধিকাংশ ফ্যাক্টরিগুলোতে চলছে শিশুদের দিয়ে কাজ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকলে ও পরিবেশ রক্ষার কোন কিছু নেই একটি কারখানায় নাম মাএ ছাড়পত্র দিয়েই চালিয়ে যাচ্ছে ব্যাবসা কার্যক্রম। কারখানা গুলোর ব্রজ এবং রং যুক্ত মেডিসিন দেওয়া পানি চারিদিকে গিয়ে জমিতে পড়ে কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। স্হানীয় কৃষি জমির মালিক গন ধান চাষ ও অন্যান ফসল ফলাতে পারছেন না বলে অভিযোগ করেন। এ নিয়ে স্হানীয় কৃষি জমির মালিক গনের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া । বিগত আওয়ামী শাসন আমলে ইচ্ছে মত গড়ে উঠে বেশির ভাগ কলকারখানা যেখানে চলছে শিশু শ্রম, পরিবেশ দূষণ কারী ক্যামিকেল ব্যাবহার, সঠিক ভাবে সরকারি ভ্যাট না দেওয়া খেয়াল খুশি মতো পন্যের মূল্য বৃদ্ধি সহ অসংখ্য অভিযোগ। সাধারণ এবং ভুক্তভোগী কাস্টমার বলছেন শীগ্রই এখানে পরিবেশ অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, ইনকাম ট্যাক্স অফিস এবং ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা জরুরি।