রাসেল আহমেদ সাগরঃ মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন বেশ জমে উঠেছে, প্রচার প্রচারনায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা । গত ২১ এপ্রিল মনোনয়ন পএ জমা দেওয়ার শেষ তারিখ ছিলো, বিকাল ৪ টা পরযন্ত উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা পড়েছে কেবল দুই হেভিওয়েট পার্থীর মনোয়ন । এরা হচ্ছেন জেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক – কামাল হোসেন এবং ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান – তাজুল ইসলাম তাজ।
সদর উপজেলার জনগণের পরিচিত দুই মুখ একসাথে নির্বাচনে অংশ গ্রহন করায় শুরু হয়েছে জল্পনা কল্পনা, চায়ের দোকান থেকে শুরু করে গ্রামে গঞ্জে সর্বত্র আলোচনার ঝর কে হচ্ছেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান।
সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের জনপ্রিয়তা শহর থেকে গ্রামে যেমন ঠিক তেমনি জনপ্রিয় হয়ে উঠছে ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজের। নিজ নিজ সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন পুরো উপজেলার আনাচে কানাচে। গত রমজান মাসে কামাল হোসেনের ইফতার মাহফিল থেকে প্রচারণা শুরু করেন সে সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে তাকে সমর্থন করেন।
অন্য দিকে এর দুদিন পর তাজুল ইসলাম তাজের ইফতার মাহফিলে জেলা আওয়ামীলীগের একাংশ নেতৃবৃন্দ তাকে ও সমর্থন প্রদান করেন।
সেই সাথে পুরো উপজেলার সাধারণ ভোটার দের মধ্যে শুরু হয় গুনজন কে হচ্ছেন এবারের মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান।
তফসিল ঘোষণার আগে থেকেই চলছে প্রচার প্রচারনা মঠর সাইকেল শো ডাউন। সমর্থক রা জানান দিচ্ছেন নিজেদের শক্তি এবং অবস্থান এ নিয়ে গ্রাম থেকে শুরু করে শহর, শুধু সদর উপজেলা নয় আলোচনা চলছে পুরো জেলায়, হিসাব কষছে জনগণ কার পাল্লা বারি। দুই প্রার্থী ছাড়া অন্য কোন প্রার্থী ও প্রতিদ্বন্দিতা করছেন না ।
আগামী ২৩ এপ্রিল মনোনয়ন পএ যাচাই বাছাই ২রা মে প্রতীক বরাদ্দ ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনের দিন পরযন্ত অপেক্ষা করতে দেখার জন্য কে হচ্ছেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান।