দ্বীপক চন্দ্র সরকার: নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের সহায়তায় রোজ বৃহস্পতিবার ১৪ মার্চ সকাল ১০ ঘটিকার সময় যাকাত ফাউন্ডেশন অফ আমেরিকার পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে দুস্থ অসহায় পরিবারের মধ্যে ২৮০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, যাকাত ফাউন্ডেশন অফ আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ ,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমরান হাবিব,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা প্রদান হিসাব রক্ষক জুবায়েদ হোসেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার (সভাপতি) সাংবাদিক হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়াসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
যাকাত ফাউন্ডেশন অফ আমেরিকা সংস্থাটির মাধ্যমে নেত্রকোনা জেলাসহ বিভিন্ন উপজেলা পর্যায়ে দুঃস্হ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করেছে।