মহসিন আলম মুহিন:-
যাতনা যাতনা নানান যাতনা যাতনার নাইকো শেষ,
নীল যাতনা লাল যাতনা বিদীর্ণ পরিবেশ।।
চাকরি নেই, ব্যবসা নেই, যাতনায় জীবন বন্দী,
উদ্ধারের রাস্তা এবড়ো থেবড়ো খাটে না কৌশল ফন্দী।।
সংসারের যাতনা আর যে সহেনা চাওয়া পাওয়ায় নেই মিল,
খরায়, ঝরায়, বাজে বারোটা নেই-জীবনের অন্তমিল।।
বিরহের যাতনায় বসন্ত হারায় ঝরে যায় ফোটা ফুল,
প্রেম দরিয়ায় হাবুডুবু খায় পায় না কিনারা কূল।।
বিচ্ছেদের যাতনায় পুড়ে ছাই প্রেম-মিলনের নাই দেখা,
যাতনায় বসতি সফলতা নেই ফুটে উঠে কালো রেখা।।
পাঠক বিহনে লেখকের যাতনা প্রকাশক পড়ে খাদে,
সমন্বয়হীন সাহিত্যের আঙ্গিনা আটক অজানা ফাঁদে।।
যাতনায় বসতি কাটবে কখন আসবে শান্তি ধরায়,
যাতনার শেষে মধুর আবেশ জীবনের দোড় গড়ায়।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯