শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ বীরগঞ্জে যানযট নিরসনে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
শনিবার (৫ এপ্রিল ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম দেখা যায়। যানযট প্রতিরোধে পুলিশ সেনাবাহিনী ও ট্রাফিক সার্জেন্ট যৌথ অভিযান পরিচালনা করেছে।
বীরগঞ্জ পৌরশহরের তাজমহল মোড়, কলেজ মোড়, কাহারোল মোড়সহ বিভিন্ন আড্ডার পয়েন্টে পুলিশ , ট্রাফিক সার্জেন্ট ও সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযানে গাড়ি তল্লাশী মোটরসাইকেল চালক কে থামিয়ে, সাবধান করাসহ নানান কৌশলে যানযট নিরসনে বীরগঞ্জ পৌরশহরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে।
ইতিপূর্বে বীরগঞ্জের যানযট নিয়ে বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে ব্যাপক প্রচার হয়। সে কারণে পুলিশ প্রশাসন ছিল কড়া নজরদারিতে।
ঢাকা থেকে ঈদে বাড়ি ফেরা গার্মেন্টস কর্মীরা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা সহ বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ অনেক আগন্তক সন্তোষ প্রকাশ করে বিকাল বার্তা পত্রিকার প্রতিনিধিকে জানান, প্রায় এক যুগের মধ্যে এবার ঈদে খুব শান্তি ও স্বস্তিতে বাড়ি ফেরা হলো। কোথায় কোন প্রকার যানযট চোখে পড়ে নাই বলে জানান তারা।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর বলেন, ঈদের পূর্ব থেকেই সহকারী কমিশনার ভূমি, পৌর প্রশাসক (চলতি দায়িত্ব) এবং উপজেলা নিবার্হী অফিসার মোঃ তানভীর আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায় সভা সেমিনারে জনসচেতনতা মূলক আলোচনা, মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে, পুলিশ - সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ সমন্বয়ে যানযট প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ