মহসিন আলম মুহিন
চেয়েও হারাই, না চাইলে কথাই নাই-
হিসাব নিকাশ গরমিল, মিল যে নাই।।
উঁচু নীচু ভেদাভেদ, কালা আর ধলা-
এখনও বেশ চলে, তেলে তেল ঢালা।
যে খেয়েছে, তাকে খেতে দাও আরও-
খায়নি যে তারে বলো-ফাঁকে গিয়ে মরো।।
দীনহীনে’ গলা ধাক্কা মারো জোরে জোরে-
আছে যার ভুঁড়ি ভুঁড়ি কদর করো তারে।।
মন যা চায় তাই করো, নেই কিছু বলার-
কোথাও কেউ নেই প্রতিবাদ করার।।
ভুলের সাগরে ডুবে’ যা খুশি তাই করো-
সোজা পথে না চলে, বাঁকাপথ ধরো।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯