সিলেটী প্রবাসীরা মর্যাদা পেলে সিলেটবাসীর মর্যাদা বাড়বে
------ কে এম আবু তাহের চৌধুরী
স্টাফ রিপোর্টার:
প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা মাথার গাম পায়ে ফেলে দেশের উন্নয়নে সিংহভাগ ভূমিকা রেখে চলেছে শতবর্ষ ধরে। মহান স্বাধীনতা যুদ্ধেও প্রবাসীদের বলিষ্ঠ ভূমিকা অবিস্মরণীয়। যুক্তরাজ্য কমিউনিটি নেতা, সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সাহিত্য আসর হলে তাঁকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। সিলটী আওয়াজ এবং বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিলেতে আমরা ক্যাম্পেইন কমিটি ইউ.কে ফর ফুল্লী ফাঙ্কশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সংগঠন প্রতিষ্ঠা করে সমগ্র যুক্তরাজ্যে মতবিনিময়ের মাধ্যমে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করে বিশে^র সকল দেশের এয়ারলাইন্স চালু করার জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবি জানিয়ে আসছি। এর ধারাবাহিকতায় গত ৫ ডিসেম্বর ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ’ সংগঠনের পক্ষ থেকে মিডিয়া ডাইরেক্টর হিসেবে ৩০ সদস্যের প্রবাসী ব্র্যান্ড নেতৃবৃন্দকে নিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস’র নিকট ওসমানী বিমানবন্দরসহ প্রবাসীদের ১৭টি ন্যায্য দাবিনামা সম্বলিত স্মারকলিপি প্রদান করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা ক্রমান্বয়ে এসব দাবি পূরণের আশ^াস দিয়েছেন। তাহের চৌধুরী আরও বলেন, সিলেটী প্রবাসীরা মর্যাদা পেলে সিলেটবাসীর মর্যাদা বাড়বে।
সিলটী আওয়াজ ও বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের সভাপতিত্বে দৈনিক নয়াদিগন্ত’র সিলেট ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাপাদার’র সঞ্চালনায় মাওলানা আবু সালেহ্’র পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাঁকজমকপূর্ণ এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এনআরবি ব্যাংকের পরিচালক শিল্পপতি হাজী আব্দুল করিম সিআইপি। তিনি তাঁর বক্তব্যে সারাবিশে^র বাংলাদেশী প্রবাসীদের ন্যায্য দাবি পূরণ বিশেষ করে ওসমানী বিমানবন্দরে অবিলম্বে এমিরাতস্ এয়ারলাইন্স, কুয়েত, কাতার, সৌদি, ব্রিটিশ এয়ারওয়েজ সহ সকল দেশের এয়ারলাইন্স চালু করার জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান। একই সাথে সংবর্ধিত অতিথি জনাব কে এম আবু তাহের চৌধুরী এবং শোভা মতিনকে তাদের জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।
সংবর্ধিত অতিথি সোনালী স্বপ্ন-গোল্ডেন ড্রীম’র চেয়ারপার্সন কামরুন্নেচ্ছা খানম শোভা মতিন তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ তথা সিলেটের যুবসমাজের বেকারত্ব দূরীকরণের জন্য দীর্ঘ একযুগ ধরে আমি কাজ করে যাচ্ছি। যুবসমাজকে স্বাবলম্বী করতে পারলেই দেশের উন্নতি এবং অগ্রগতি সম্ভব। আমি আমার বাকি জীবনটা যুবসমাজ এবং গরীব-দু:খী মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রায় চার যুগের যুক্তরাজ্যে সাংবাদিকতার প্রতিকৃত দৈনিক সিলেটের ডাক পত্রিকার অতিথি সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব নজরুল ইসলাম বাসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবী হাজী কাপ্তান হোসাইন সিআইপি, সিলেট লেখিকা সংঘ’র সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, জৈন্তাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ, সিনিয়র সাংবাদিক এম. মফিজুর রহমান চৌধুরী। কে এম আবু তাহের চৌধুরী’র সুযোগ্য ভাগিনা এবং পীরে কামেল হাফেজ মাওলানা আব্দুল কাদির চৌধুরী সিংকাপনী’র সুযোগ্য নাতি মাওলানা মুফতি মো. আব্দুল্লাহ্ রাজা চৌধুরী মহান আল্লাহ্র দরবারে শুকরিয়া আদায় করে অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট কুতুব উদ্দিন আহমদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নূরুল হক, ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, অধ্যাপক ড. আশরাফুল হক, মাসিক শাহজালাল পত্রিকার সম্পাদক রুহুল ফারুক, অষ্ট্রেলিয়া প্রবাসী সাবেক উপ-সচিব, লেখক মোয়াজ আফসার, সাংবাদিক সিহাব আহমদ, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, অধ্যক্ষ নেছারুল হক চৌধুরী বুস্তান, অধ্যক্ষ কবি সেনোয়ারা আক্তার চিনু, কবি সিপারা বেগম, সাংবাদিক আনাস হাবিব কলিন্স, ডক্টর এম এমদাদুল হক, সাংবাদিক ও কবি হেলাল নির্ঝর, মুক্তবাংলা চ্যানেল’র সিইও সারওয়ার হোসেন, লেখক ও সমাজসেবী সৈয়দ রফিকুল হক প্রমুখ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ