হোসাইন (মাসুম)
স্টাফ রিপোর্টার-
দেশসেরা শিল্প প্রতিষ্ঠান নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ডিএমপি ও সাদ গ্রুপের ডিএমডি নুরে ইয়াসমিন ফাতেমার সৌজন্য ১২ ডিসেম্বর, মঙ্গলবার,সকাল ১১টায় উপজেলার আধুনগরে নুরুল ইসলাম মঞ্জিলে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও মধ্যহ্নভোজ সভা অনুষ্ঠিত হয়েছে। আমি একজন শিল্পোদ্দ্যোক্তা, একজন ব্যবসায়ী তবে ইউটিউব চ্যানেলে নিজেকে সাংবাদিক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি বলে জানিয়েছেন সাদ গ্রুপের ডিএমডি, নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম সাহেবের কন্যা, ইসমাইল আনজুমান আরা ওয়েল ট্রাষ্ট এর চেয়ারম্যান নূরে ইয়াসমিন ফাতিমা। সাদ গ্রুপের ডিএমডি নূরে ইয়াসমিন ফাতিমা বলেন,সাংবাদিকরা জাতির বিবেক। একটি দেশ ও মানুষের কল্যাণে এবং সার্বিক উন্নয়নে সাংবাদিকদের অনেক অবদান রয়েছে। আমি সাংবাদিকদের অনেক সম্মান করি। একটি দেশের আত্মসামাজিক উন্নয়নে গণমাধ্যম কর্মীদের অবদান নি:সন্দেহ গুরুত্বপূর্ণ। আমি শহরে থাকলেও গ্রামের প্রতি অনেক মায়া- মমতা ও আন্তরিকতা রয়েছে। আমি গ্রামে এসে এলাকার মানুষের পাশে থাকার জন্য চেষ্ঠা করি। আপনাদের আরো ভালবাসা চাই। সকল সংগঠনকে এক হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, সাংবাদিক এক হয়ে কাজ করলে লোহাগাড়ায় দুর্নীতি থাকবেনা। নবীণ-প্রবীণ সাংবাদিকদের দেখতে পেয়ে সত্যিই আজ আমার খুব ভাল লাগছে। এলাকার অন্যায়, সন্ত্রাস, মাদক, চুরি-ডাকাতি দমনে সাংবাদিকদের অবদান রয়েছে। সমাজের কল্যাণে আপনাদের আরো এগিয়ে যেতে হবে। অন্যায় কাজগুলো তুলে ধরবেন। আমার বাবা নুরুল ইসলাম সাহেব অসহায় মানুষদের ঘরবাড়ী,গভীর নলকুপ, টয়লেট, ওযুখানাসহ গরীব ও অসহায় পরিবারের জন্য কাজ করে যাচ্ছেন। আমি গরীব মেয়েদেরকে বিয়েসহ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ শুরু করেছি। ইসমাঈল আনজুমানে ট্রাস্ট কতৃক সমাজের অবহেলিত মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাব ইনশা আল্লাহ।
মতবিনিময় কালে নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান সৈয়দা সুফিয়া খাঁতুন, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন,প্রেস ক্লাব সেক্রেটারী আবুল কালাম আজাদ, সেক্রেটারি কাইসার হামিদ, আধ্যাপক আব্দুল খালেক, রকসি সিকদারসহ লোহাগাড়ায় কর্মরত ৫০জনের অধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।